Wednesday, 29 October 2014

কেয়ামত সংঘটন

কেয়ামত সংঘটন:-যখন আল্লাহ রাব্বুল আলামীনেরনির্ধারিত সময় চলে আসবে তখনকেয়ামত সংঘটিত হবে।তিনি কেয়ামত সংঘটনেরদায়িত্বশীল ফেরেশতাকে শিংগায় ফুৎকারদিতে নির্দেশ দিবেন।সে একটি ফুৎকার দেবে। ফলে যমীন ওপর্বতমালা সরিয়ে নেয়া হবে। একআঘাতে সব চূর্ণ-বিচূর্ণ হয়ে যাবে। আরআকাশ বিদীর্ণ হয়ে যাবে। গ্রহ-নক্ষত্র খসে পড়বে।আলো চলে যাবে।সমুদ্রগুলো অগ্নিউত্তাল হয়ে যাবে।দুষ্ট মানুষগুলো তখন মরে যাবে।কেয়ামত যখন কায়েম হবে তখনপৃথিবীতে শুধু খারাপ মানুষের বসবাসথাকবে। আল্লাহ রাব্বুল আলামীন বলেন:‘‘হে লোক সকল! তোমাদেরপালনকর্তাকে ভয় কর। নিশ্চয়কেয়ামতের প্রকম্পন একটি ভয়ংকরব্যাপার। যেদিনতোমরা তা প্রত্যক্ষ করবে, সেদিন প্রত্যেকস্তন্যধাত্রী তার দুধেরশিশুকে বিস্মৃত হবে এবং প্রত্যেকগর্ভবতী তার গর্ভপাতকরবে এবং মানুষকে তুমি দেখবে মাতাল;অথচ তারা মাতাল নয়বস্তুতঃ আল্লাহর আযাব সুকঠিন।’’ [সূরা আল্-হাজ্জ ২২: ১,২

0 বিস্তারিত আরও দেখুন:

Post a Comment

Copyright @ 2013 নবীদের কাহিনী.