Wednesday, 29 October 2014

কেয়ামত সংঘটন

কেয়ামত সংঘটন:-যখন আল্লাহ রাব্বুল আলামীনেরনির্ধারিত সময় চলে আসবে তখনকেয়ামত সংঘটিত হবে।তিনি কেয়ামত সংঘটনেরদায়িত্বশীল ফেরেশতাকে শিংগায় ফুৎকারদিতে নির্দেশ দিবেন।সে একটি ফুৎকার দেবে। ফলে যমীন ওপর্বতমালা সরিয়ে নেয়া হবে। একআঘাতে সব চূর্ণ-বিচূর্ণ হয়ে যাবে। আরআকাশ বিদীর্ণ হয়ে যাবে। গ্রহ-নক্ষত্র খসে পড়বে।আলো চলে যাবে।সমুদ্রগুলো অগ্নিউত্তাল হয়ে যাবে।দুষ্ট মানুষগুলো তখন মরে যাবে।কেয়ামত যখন...

Tuesday, 28 October 2014

★মহিলাদের কপালে টিপ এর ব্যবহার কোথায় থেকে,এবং কিভাবে শুরু হলো

জেনে নিন মহিলাদের কপালে টিপএর ব্যবহার কোথায় থেকে,এবং কিভাবে শুরু হলো জেনে নিন ------------- ----------------হযরত ঈবরাহীম (আঃ) কে যখন আগুনে পুড়িয়ে মারার জন্য নমরুদ ৮ মাইল পরিমান জায়গা আগুন জ্বালালো ,তখন একটা নতুন সমস্যা দেখা দিল।আগুনের উত্তাপ এতই বেশি ছিলযে তার কাছে পৌছানো যাচ্ছিলনা। ...

★হযরত মুহাম্মাদ (সা:)

»হযরত মুহাম্মাদ (সা:)» রাসুল (সা:)৫৭০ খ্রি : হযরত মুহাম্মাদ (সা:)-এর জন্ম সোমবার, ১২ রবিউল আউয়াল, ২৯ আগস্ট। জন্মেরপর আবু লাহাবের দাসী ছুওয়ায়বিয়া (রা-এর দুধ পান এবং ৪ মাস বয়সে সা’দ গোত্রীয় বিবি হালিমা (রাকর্তৃক লালিত-পালিত হন ও তাঁরদুধ পান করেন। ৫৭২ খ্রি : দুই বছর পর তিনি দুধ...

Copyright @ 2013 নবীদের কাহিনী.