
কেয়ামত সংঘটন:-যখন আল্লাহ রাব্বুল আলামীনেরনির্ধারিত সময় চলে আসবে তখনকেয়ামত সংঘটিত হবে।তিনি কেয়ামত সংঘটনেরদায়িত্বশীল ফেরেশতাকে শিংগায় ফুৎকারদিতে নির্দেশ দিবেন।সে একটি ফুৎকার দেবে। ফলে যমীন ওপর্বতমালা সরিয়ে নেয়া হবে। একআঘাতে সব চূর্ণ-বিচূর্ণ হয়ে যাবে। আরআকাশ বিদীর্ণ হয়ে যাবে। গ্রহ-নক্ষত্র খসে পড়বে।আলো চলে যাবে।সমুদ্রগুলো অগ্নিউত্তাল হয়ে যাবে।দুষ্ট মানুষগুলো তখন মরে যাবে।কেয়ামত যখন...